এপ্রিল ফুল দিবে না গুগল

৩১ মার্চ, ২০২০ ১৬:১৪  
২০০৪ সাল থেকে প্রতিবছরই সারা বিশ্বজুড়ে নানারকম জোকস, মজার ভিডিও, ওয়েবসাইট ও ভুয়া প্রোডাক্ট লঞ্চ করে মানুষের সঙ্গে মজা করার একটা প্রচলন রয়েছে গুগলের। সেই থেকে ১৬ বছর ধরে চলছে এপ্রিল ফুল পালন করে আসছে গুগলের অন্যতম বিজনেস ইনসাইডার। তবে সারা বিশ্বজুড়ে যে করোনার থাবা বসেছে, তাতে এপ্রিল ফুলে পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিল এই প্রতিষ্ঠান। জানানো হয়েছে, এ বছর করোনা ভাইরাসের যোদ্ধাদের স্মরণ রেখেই এপ্রিল ফুলের দিনে কোনও পোস্ট বা জোকস দেওয়া হবে না। আমাদের এখন সকলের লক্ষ্য, এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার।